কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা আদর্শ সদর উপজেলার মুল ফটকের সামনে বুধবার (৩ আগস্ট) সন্ধা ৭ টার সময় কুচাইতলী মেডিকেল সড়কের সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে ড্রাইভার সহ সিএনজি ও অটো রিকশার ৫ জন যাত্রী।
সংর্ঘের ঘটনায় গাড়ি দুইটি দুমড়েমুচড়ে যায়।এ দূর্ঘটনায় নগরীর মুরাদপুর এলাকার হাসমত আলীর ছেলে কবির হোসেন(৪০),কনেশতলার মুড়াপাড়া এলাকার রুহুল আমীনের ছেলে কাওসার(২২),শুয়াগাজীর সাতবাড়িয়া এলাকার রব্বন আলীর মেয়ে হালিমা(২৮),ঢুলীপাড়া এলাকার শানু মিয়ার ছেলে ইকবাল(২৫),চান্দিনার মোশাররফ মিয়ার মেয়ে লিজা(১৮) নামে ড্রাইভার সহ ৫ জন আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এক পথচারী বলেন,এই মেডিকেল রোডটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে অটো ও সিএনজির কারনে রাস্তায় অনেক এক্সিডেন্ট হয়।এদের জন্য প্রশাসন প্রশিক্ষণের ব্যবস্থা করলে এবং দক্ষ চালক হিসেবে গড়ে রাস্তায় গাড়ি চালালে এ সকল দূর্ঘটনা থেকে যাত্রীরা রেহাই পাবে।
কুমিল্লার চকবাজার ফাঁড়ির ইনচার্জ কাইছার হামিদ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।