ওমর ফারুক সাইম, কচুয়াঃ
কচুয়া উপজেলা প্রবাসী কল্যান পরিষদ এর উদ্যেগে এক অসহায় পরিবাররের মাঝে গৃহ নির্মানের সামগ্রী প্রদান করা হয়েছে।
কচুয়ার ৫ নং সহদেবপুর ইউনিয়নের দারাশাহী – তুলপাই গ্রামের অধিবাসি আশেক আলীর স্ত্রী হোসনে আরা বেগম (৫১) কে কোনমতে মাথা গোঁজাবার ঠাই হিসেবে একটি বসত ঘর নির্মানের সামগ্রী রবিবার কচুয়া বাজার থেকে ক্রয় করে তাহা হস্তান্তর করা হয় ভুক্তভোগি হোসনে আরা বেগমের নিকট।
বিতরণের সময় ভিডিও কলে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি কাজী মুখলেছুর রহমান, সাধারন সম্পাদক মো. সোহেল সওদাগর। তারা তাদের বক্তব্যে বলেন নিঃস্বার্থ ভাবে এ সংগঠন কচুয়ার অসহায় পরিবারের মাঝে বিভিন সময় বিভিন্ন ধরনের সাহায্য করে আসছে এবং করে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান পরিষদের কচুয়ার প্রধান সমম্বয়কারী আবদুল্লাহ আল মামুন, অল টাইম টিভির চেয়ারম্যান আতাউল করিম, কচুয়া আলোর মশাল এর সভাপতি ওমর ফারুক সায়েম মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মির্জাসহ অনেকে।