ওমর ফারুক সাইম। কচুয়া
চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আমাদের সময় পত্রিকার কচুয়া প্রতিনিধি সাংবাদিক আতাউল করিমের মা মাজুদা বেগম আর নেই। তিনি শুক্রবার সকাল ৮টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৫ ছেলে ২ মেয়ে ও নাতি-নাতনীসহ বহুগুনগাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা জানাযা শেষে মনোহরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার প্রয়াত স্বামী নাজিম উদ্দিনের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাযা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক,কচুয়া কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবীব উল্যাহ হাবীব, বিএনপি নেতা মঞ্জুর আহমেদ সেলিম,সাংবাদিক জিসান আহমেদ নান্নু,ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সহ আরো অনেকে।
মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন কচুয়া কন্ঠের সম্পাদক হাবিব উল্লাহ হাবিব, ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, কচুয়া কন্ঠের উপদেষ্টা তরিকুল ইসলাম প্রবাসী কল্যান পরিষদের সভাপতি কাজী মোখলেছুর, সাধারণ সম্পাদক মোঃ সোহেল সওদাগর, আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সায়েম, বিশিষ্ট সমাজ সেবক শরিফুল ইসলাম জাহিদ ব্যবসায়ী মোবারক হোসেনসহ বিভিন্ন মহল।