কচুয়া প্রতিনিধি॥
কচুয়ায়বনবিভাগের গাছ জোর পূর্বক কেঁটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বনবিভাগের কচুয়ার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বনকর্মকর্তা তাজুল ইসলাম বাদী হয়ে গত ২০ অক্টোবর কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। স্মারক নং ৩৪/কচ-১৫।
অভিযোগ সূত্রে জানাযায়, বনবিভাগ কর্তৃক ১৯৯৭-৯৮ ইং সনে সৃজিত খিড্ডা বাজার-নোয়াদ্দা পর্যন্ত সামাজিক বনায়নের খিড্ডা বাজারের কাছে জোরপূর্বক দুইটি রেইনট্রি গাছ খিড্ডা গ্রামের আলী আহসানের পুত্র আমির হোসেন ও একই গ্রামের দুদ মিয়া তালুকদারের পুত্র আবুল হাছানাত কেঁটে ফেলে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা কেঁটে ফেলা গাছ দুটি তেতৈয়া গ্রামে অবস্থিত ‘স’ মেইল থেকে উদ্ধার করে কচুয়া বন বিভাগ অফিসে নিয়ে আসে। গাছ দুইটির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।