ওমর ফারুক সাইম॥
কচুয়ায় পানিতে পড়ে সাব্বির আহমেদ (২৬) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সাব্বির আহমেদ ওই গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে।
সাব্বির হোসেনের পিতা ইব্রাহীম হোসেন জানান, সোমবার সকালে সাব্বির নাস্তা খাওয়ার পর তাকে দেখতে না পেয়ে আমরা খোঁজাখুজি শুরু করি। পরে বাড়ির পাশে পুকুরেও খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের টিম এসে পুকুরে তাদের ডুবুরি টিম দিয়ে সাব্বিরকে মৃত অবস্থায় উদ্ধার করে। সাব্বির বাক প্রতিবন্ধি ও মৃগি (খিচুনি) রোগে আক্রান্ত ছিল।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাহতাব মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রতিবন্ধি সাব্বিরকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করি।