কচুয়া(চাঁদপুর)প্রতিনিধিঃ
কচুয়ায় উপজেলার দোয়াটি-তিলকিয়াভিটি গ্রামের আকবর আলীর বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। সোমবার মধ্যরাতে আকবর আলীর ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে ঘরে থাকা নগদ ৩ হাজার ৫শ টাকা, স্বর্নের কানের দুল, ৩টি স্মাট মোবাইল ও একটি পানির মটর সহ মোট লক্ষাধিক টাকা নিয়ে যায় বলেও জানান ভূক্তভোগী পরিবার।
ভূক্তভোগী পরিবারের সদস্য রাবেয়া বেগম, রিনা আক্তার জানান, সোমবার মধ্য রাতে অজ্ঞাত ডাকাত দল মুখোশ পড়ে ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে হাত,পা বেঁধে নগদ ও স্বর্নালঙ্কার হাতিয়ে নেয়। তবে কাউকে চিনতে পারেনি বলেও জানান তারা।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, ডাকাতির সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িত দূস্কৃতিকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার কার হয়নি ।