## ঊষা মল্লিক ##
ওরা কাজ করে, দিন ও রাতে,
ওরা কাজ করে ,ঘরে ও বাইরে,
ওরা কাজ করে, গ্রামে ও শহরে।
ওরা কাজ করে, মাঠে ও রাস্তায়,
ওরা কাজ করে,সকাল ও সন্ধ্যায়।
ওরা কাজ করে, গ্রীষ্ম ও বর্ষায়,
ওরা কাজ করে, গরমে ও ঠান্ডায়।
ওরা কাজ করে, কনকনে শীতে,
ওরা কাজ করে রঙিন বসন্তে।
ওরা কাজ করে, আর্তের পীড়ায়,
ওরা কাজ করে, মানুষের সেবায়।
ওরা কাজ করে, ধনী দরিদ্র নির্বিশেষে,
ওরা কাজ করে, সূর্যোদয় আর সূর্যাস্তে।
পুঁজি তোমারে, প্রণমি তোমারে,
তোমাকে জানাই, লাল সেলাম।
শ্রমিক দিবসে জানাই তোমাদেরকে,
আমার হৃদয়ের, সশ্রদ্ধ প্রণাম।
কবি: বিভাগীয় প্রধান, নার্সিং বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা ভারত।