শহিদুল ইসলাম খোকন :
মতলব উত্তরের এখলাছপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন ৬ জুন সোমবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।
নির্বাচন শেষে ভোট গননায় ২৯৮ ভোট পেয়ে ১ম জাকারিয়া, সোহরাব হোসেন ২২৩ ভোট পেয়ে ২য়, মো. বাদশা মিয়া ২১২ ভোট পেয়ে ৩য় এবং মো. জাকির হোসেন মানিক ২০৭ ভোট পেয়ে ৪র্থ হয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছে।
নিকটতম প্রতিদন্ধী এসএম.মাহবুবুর রহমান ১৬১, আলাউদ্দিন বেপারি ১২৮, মো. লিটন সরদার ৪৭ ও আবুল বাশার পেয়েছে ১১ ভোট।
এর আগে শামীমা নাসরিন (সুহিনুর) বিনা প্রতিদন্ধীতায় সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য, মনোনয়ন পত্র উত্তোলন ও দাখিলের শেষ তারিখ ছিল ১৬ মে থেকে ১৮ মে, যাচাই-বাছাই ও প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ ১৯ মে, প্রত্যাহারের শেষ তারিখ ২২ মে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাউয়ুম খান।
এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় প্রিসাইডিং অফিসার, প্রশাসন, প্রার্থী, ভোটারসহ সকলের প্রতি কৃতজ্ঞ।