নিজস্ব প্রতিবেদকঃ
এক টাকা ফাউন্ডেশনের চেয়ারম্যান, Dewan Ict এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, NTV এর সিস্টেম এনালিস্ট, বেনবেইস এর প্রশিক্ষক, নবধারা নিউজ ২৪ ডটকমের উপদেষ্টা সম্পাদক প্রকৌশলী জুলহাস মিয়া মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।২৬আগস্ট তিনি ঢাকা থেকে মতলবে যাওয়ার পথে শ্রী রায়েরচর ব্রীজ পার হয়ে বাধ থেকে নামার সময় মারাত্মকভাবে মোটর সাইকেল এক্সিডেন্ট করেন।
এক টাকা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী জুলহাস মিয়া এক টাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলার বড় কিনাচক তা’লীমুল কোরআন মাদ্রাসার আল্লাহর মেহমানদের দুপুরের খাবারের আয়োজন করার জন্য আসছিলেন।বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল শ্যামলি চিকিৎসা নিচ্ছেন।
প্রকৌশলী জুলহাস মিয়া ও তার সহকর্মীরা সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।