মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)ঃ
বাংলাদেশ পারস্পরিক শিখন প্রতিষ্ঠাননিকীকরণ প্রকল্পের (এনআইএলজি) আয়োজনে দিনাজপুর জেলার বিরামপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং কর্মকর্তা- কর্মচারীদের অংশগ্রহণে পারস্পরিক শিখন কর্মসূচি প্রতিষ্ঠানিককরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সুইজারল্যান্ড ওয়াটার এইড বাংলাদেশ ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সংস্থার এপিসি শাহ্ আমিনুল হকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, মেজবাউল ইসলাম মেজবা, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু, ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবীর বাদশা, চিত্ত রঞ্জন পাহান, আব্দুল মালেক মণ্ডল, উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম মোকলেছুর রহমান প্রমুখ।
উক্ত কর্মশালায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ, সচিবববৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ নেন।