শহিদুল ইসলাম খোকন :
ঐতিহ্য, সংগ্রাম ও সমৃদ্ধির ইতিহাসের আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী মতলব উত্তর উপজেলায় পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের পরিচালনায় আরো বক্তব্য দেন -উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহ মাস্টার, ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান, সদস্য বাবু রাধেশ্যাম চান্দু, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান সেন্টু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা মিরাজখালিদ, মহিলা নেত্রী সাবিনা ইয়াসমিন স্বপ্না, তাছলিমা আক্তার আখি, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ে সম্পাদক সুজন ভূইয়া, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সরকার, ওয়াজ কুরুনী খান মুকুল প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ দোয়া ও কেক কাটা হয়েছে।