আব্দুল মান্নান সিদ্দিকীঃ
আবহাওয়া অনুকূলে মুন্সীগঞ্জ বোরো ধানের কৃষক-কৃষাণী কর্ম ব্যস্ত। গত দুদিন আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক ধান কাটতে মহাব্যস্ত হয়ে পড়েছেন। বাড়ির উঠানে কাঁদা থাকলেও কিষাণী ঘরে বসে নেই, ধান শুকানো, সেদ্ধ করার কাজে মহাব্যস্ত।
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা বাঘরা গ্রামের আব্দুর রহিমের বাড়ির দুজন কৃষাণী জানান, গত দুইদিন আবহাওয়া অনুকূলে থাকায় তারা ১৫মণ ধান সিদ্ধ করেছেন,তাদের ওঠান ভেজা ও কাদা যুক্ত হওয়া সত্ত্বেও তারা ঘরে বসে নেই ধান সিদ্ধ করে ঢাকা দোহার মহাসড়কে ধান শুকাচ্ছেন। আজ ১৪ মে দিনটি ভালো থাকলে ধান শুকিয়ে ঘরে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এরূপ দৃশ্য পুরা সড়কজুড়ে। কৃষক খলিল এ প্রতিনিধিকে জানান, এবার বোরো ধানের ফলন খুব ভালো হয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে ধানের অনেক ক্ষতি হয়েছে। দু’দিন যাবত আবহাওয়া অনুকূলে এরূপ আবহাওয়া থাকলে তিনি হাজার মণ ধান পাবেন বলে আশাবাদী।
কৃষক স্বরূপ আলী ঢাকা দোহার মহাসড়ককে ভিজা ধান শুকাচ্ছেন তিনি জানান, ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে পানিতেপাকাধান পানিতে তলিয়ে গিয়েছিল, ভিজা ধান কাটতে হয়েছিল, রোদ উঠেছে আল্লাহর রহমত হয়েছে কয়েকদিন এভাবে রোদ থাকলে ভিজা ধানশুকিয়ে আবার সিদ্ধ করে শুকিয়ে গুলায় ভরে রাখা যাবে বলে তিনি আশাবাদী।