মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ
ঝিনাইদহ জেলার হামদহ বাইপাস মোড় থেকে নেমে মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ থেকে গোবিন্দপুর, বড়াতলা, বেলেডাঙ্গা, কালিচরণপুর হয়ে নারিকেলবাড়িয়া রোড যানবাহন চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে ওঠে। রাস্তার বেশ কিছু অংশ পৌরসভার ৩ নং ওয়ার্ডের মধ্য দিয়ে গেছে। খানা গর্তে পড়ে প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার শিকার হয়, যাতায়াতের যানবাহন রাস্তার মাঝে প্রায় বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। প্রায় বছর দুয়েক ধরে এ অঞ্চল সহ এ সড়ক দিয়ে যাতায়াতকারী হাজার ভুক্তভোগী মানুষের প্রানের দাবী ছিল সড়কটি পুনঃনির্মাণের। এ সড়ক নিয়ে ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়াতে সড়কের বহালদশা সহ চলাচলে যাএী দুর্ভোগের অনেক প্রতিবেদন হয়েছে। কিন্তু কতৃপক্ষের সুদৃষ্টি থাকা সত্বেও কোন অগ্রগতি ইতিমধ্যে দৃশ্যপট হয়নি।
কালিচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অসহায়, আশাহত, দুর্ভোগে জর্জরিত ভুক্তভোগী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। নিজস্ব অর্থায়নে নিজ উদ্যোগে এলজিইডির সমন্বয়ে ৩ কি:মি: সড়ক সংস্কারে কাজ শুরু করে জনগণের দু:খ দুর্দশা ও জনদুর্ভোগ লাঘবে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এ ব্যাপারে জাহাঙ্গীর আলমের এক সাক্ষাৎকারে বলেন, আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মানুষ এবং বঙ্গবন্ধু ও জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের একজন একনিষ্ঠ কর্মী এবং জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন সহ প্রচুর মানুষ চলাচল করে। আমাকেও প্রতিনিয়ত এ সড়ক দিয়ে পরিষদে যাতায়াত করতে হয়। সেক্ষেএে হাজার ভুক্তভোগী মানুষের বহাল দশা প্রতিনিয়ত দৃশ্যপট করতে হয়, রাস্তার মাঝে হরহামেশয় গাড়ী নষ্ট হয়ে পড়ে থাকে এমনকি খানা গর্তে পড়ে দুর্ঘটনা কবলিত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এ সকল দুর্দশা দেখে নিজ দায়িত্বে মানুষের সহযোগিতায় এগিয়ে আসি। পাশাপাশি হাজার ভুক্তভোগী মানুষের প্রাণের দাবি সড়কটি পুনঃনির্মাণে কতৃপক্ষের সুদৃষ্টি আর্কষণ করে অতিদ্রুত সড়কটি নির্মাণ করে ভুক্তভোগীদের দুর্দশা লাঘব করতে আশা ব্যক্ত করেছেন।
স্থানীয়রা জানান, সর্বপ্রথমে মানবিক চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানাই, জনদুর্ভোগের চিএ নিজ চোখে দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এ রকম জনবান্ধব চেয়ারম্যান প্রতিটি ইউনিয়ন সহ সারাদেশে থাকা উচিৎ, যিনি নিজ অর্থায়নে ও নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন। এ সড়কটি অতিসত্তর পুনঃনির্মাণ করে জনোভোগান্তি ও দুর্ভোগ দুর করে যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে কতৃপক্ষের সুদৃষ্টির সদয় অনুরোধ করেছেন।