আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসিন্দা মোহাম্মদ জাকির।ঢাকা জেলার দোহার উপজেলা মইতপাড়া নামক গ্রামের এক বাড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করেন ।২৬ মে কাজ শেষে সন্ধ্যায় তার কন্টাকদার পারিশ্রমিক বাবদ তাকে ৪৫০০ টাকা দিলে নিজ বাড়ির উদ্দেশ্যে একটি অটোরিক্সা রওনা দেন। অটোরিক্সাটি শ্রীনগর উপজেলার বালুরচর নামক স্থানে এসে পৌঁছালে দুজন যাত্রীবেশি ছিনতাই কারী উক্ত অটোরিকশাটিতে ওঠেন।কিছুদূর এগিয়ে আসলে নীরব ও ফাঁকা রাস্তায় অটো রিকশাটি থামাতে বলেন ছিনতাইকারী।
উক্ত রাস্তার পাশে অপেক্ষা করছিল ছিনতাইকারীর অন্য সদস্যরা তারা অটোরিকশাচালক ও নির্মাণ শ্রমিক জাকিরকে মারধর করে।জাকিরের চার হাজার পাঁচশত টাকা ও অটো রিক্সার চালকের ৭৫০০ টাকা নিয়ে ছিনতাইকারী দল চম্পট দেয় বলে এ প্রতিনিধিকে জানান ভুক্তভোগী নির্মাণ শ্রমিক জাকির ।