• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
Headline

শ্রীনগরে রাস্তার পাশে ময়লার স্তুপ দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

Lovelu / ১৭২ Time View
Update : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে কলেজ গেইট সংলগ্ন পোদ্দার বাড়ির রাস্তার পাশে ময়লা আবর্জনা স্তূপে পরিণত হচ্ছে।নোংরা দুর্গন্ধে আশপাশের লোকজন অতিষ্ঠ।এতে যেমন দূষিত হচ্ছে পরিবেশ তেমনই স্বাস্থ্য ঝুঁকিতে আছে এলাকাবাসী।তীব্র পঁচা দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা।এখানে ডাস্টবিননা থাকায় রাস্তায় চলাচলরত পথচারীসহ সবাই যার যার মত করে রাস্তার পাশেই ময়লা ফেলছে।এ অবস্থায় এ রাস্তার পাশে বাড়িতে বসবাসরতদের বাড়িতে বসবাস করা কষ্টস্বাধ্য হয়ে ওঠছে বলে জানান জায়গারটির মালিকের চাচাতো ভাই সঞ্জিত পোদ্দার।

এ ছাড়াও ময়লার স্তুপ থেকে বাতাসের সাথে বিষাক্ত দুর্গন্ধছড়িয়ে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার ফলে নাকে রুমাল ব্যবহার করে যাতায়াত করছে সব শ্রেনী পেশার মানুষ।
শুধু তাই নয় যত্রতত্র ময়লা-আবর্জনা থাকায় এডিস মশা, মাছি বংশ বিস্তার করছে।

এক পথচারী বলেন,রাস্তার পাশে এই নোংরা পরিবেশ চলাচলের সময় দম বন্ধ হয়ে আসে।পরিবেশ দূষণ থেকে অব্যাহতি পেতে এখানে একটি ডাস্টবিন একান্ত প্রয়োজন ।

ভুক্তভোগীরা মনে করেন শ্রীনগরপৌরসভা হওয়া প্রয়োজন।
পৌরসভা হলে ময়লা আবর্জনা পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।আর তা না হলে আধুনিক শ্রীনগর গঠনে আমরা পিছিয়ে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category