আব্দুল মান্নানসিদ্দিকী:
বর্ষা কাল শুরু হওয়ার পর হতে ধারাবাহিক ভাবে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলেনিম্নাঞ্চলের ফসলী জমি সহ বাড়ি ঘরে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার ফলে জন দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে।
জলাবদ্ধতার মূল কারণ ড্রেনেজ ব্যবস্থা না থাকা ।
ভুক্তভোগীরা জানান, পূর্বে এ এলাকায় অনেক খাল ছিল, বর্ষাকালে এসব খাল দিয়ে পানি প্রবাহিত হয়ে বিল, ঝিল, নদীতে প্রবেশ করতো যার ফলে ফসলির জমি ও বাড়ি ঘরে জলাবদ্ধতা হতো না।বর্তমানে এই খাল গুলোর পাশে অবস্থান রত জমির মালিকগণ তাদের সুবিধা মত খাল ভরাট করে বাড়ি ঘর করায়ও খালের মুখগুলো বন্ধ থাকায় একটু খানি বৃষ্টি হলে নিম্ন অঞ্চলের বাড়ি ঘর সহ ফসলি জমি তলিয়ে যাচ্ছে ।
ভুক্তভোগীরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জনপ্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছিলেন, কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।