আব্দুল মান্নন সিদ্দিকী:
২৮ মার্চ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ভাগ্যকুল ইউনিয়নের বালাসুরবউ বাজারে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি,ডাইং কালারের রং কে খাদ্যের রং বলে বিক্রি করায় বিভিন্ন অনিয়ম ধরা পরায় চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণঅধিদপ্তর( মুন্সিগঞ্জ) সহকারী পরিচালক আব্দুস সালাম।
এ অভিযানে উপস্থিত ছিলেন শ্রীনগর থানা ফোর্স ও উপজেলা স্বাস্থ্য ও খাদ্যকর্মকর্তা নাসরিন সুলতানা মিলি।