আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বিভিন্ন ফলের দোকানে গ্রীষ্মের মৌসুমী ফল তরমুজে বাজার ভরে গেছে, নতুন ফল তরমুজ প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা তা ক্রয় করছেন,ক্রেতা মহসিন জনান,তিনি ছোট্ট একটি তরমুজ ক্রয় করলেন তিনশত টাকায়, ক্রয় করে তিনি চিন্তিত ভালো হবে কিনা?
নতুন তরমুজের বেশির ভাগই ভিতরে সাদা পাওয়া যায়,যা খাবার অনুপযোগ, তারপরও তিনি তরমুজ কিনেছেন নতুন মৌসুমী ফল হিসাবে । বিক্রেতা ও তার সাথে সহমত পোষণ করে বলেন এ সময়ের তরমুজে কোন গ্যারান্টি নেই। ভালো-মন্দ উভয়টি হতে পারে।
এসব জেনে শুনেই ক্রেতাগণ মৌসুমি ফল হিসেবে তা ক্রয় করছেন।