আব্দুল মান্নান সিদ্দিকী:
গত কয়েকদিন ধারাবাহিকভাবে বৃষ্টি হওয়ায় মুন্সিগঞ্জ জেলায় শ্রীনগর উপজেলার নিম্নঞ্চলের বসতবাড়ি রাস্তাঘাটসহ ফসলি জমি তলিয়ে গেছে।
ভুক্তভোগীগণ জানান,মুষলধারে বৃষ্টির ফলে বসতবাড়ি ,রাস্তাঘাট ,ফসলের জমির তলিয়ে যাওয়ায় দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে ।
ড্রেনেজ ব্যবস্থা ও পানির নিষ্কাশনেরকোন ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন ।
অপরদিকে সবজির জমি গুলোতেও বৃষ্টির পানি প্রবেশ করায় সবজির জমি গুলোতে ও ড্রেনের ব্যবস্থা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সবজির জমিতে চাষকৃত সকল সবজি পচে যাওয়ারআশঙ্কা প্রকাশ করছেন সবজি চাষী গন ।