শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তরে মাটি ও মানুষ সংগঠনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২০ মার্চ সকালে মতলবের মাটি ও মানুষ সংগঠনের সদস্য ইমন প্রধানের উদ্যোগে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৪০নং ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ স্বুল ব্যাগ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রাক্ষনচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক ও কবি শহিদুল ইসলাম খোকন, সহকারী শিক্ষক নাজমুল হাসান, অন্যান্য শিক্ষকগন, শিক্ষার্থী,অভিভাবকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য মতলবের মাটি ও মানুষ সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড করে আসছে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরন কার্যক্রম চলমান আছে। কোমলমতি শিশুদের স্কুল ব্যাগ বিতরন করায় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ জেগেছে। ।