মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুরে “দৈনিক স্বতঃকন্ঠ” পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ২০তম বছরে পদার্পণ উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১০ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের হাসপাতাল রোডে বিরামপুর প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে “দৈনিক স্বতঃকন্ঠ” পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এ উপলক্ষ্যে দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার বিরামপুর উপজেলা প্রতিনিধি নয়ন হাসান এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকার, সহ-সভাপতি এসএম মাসুদ রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক আবু সাঈদ, কার্যনির্বাহী সদস্য রায়হান কবির চপল, দৈনিক করতোয়া বিরামপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, আজকালের খবর বিরামপুর প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক কালবেলা বিরামপুর প্রতিনিধি আজাহার ইমাম, দৈনিক স্বদেশ প্রতিদিন বিরামপুর প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক জবাবদিহি বিরামপুর প্রতিনিধি সামিউল ইসলাম, দৈনিক ভোরের চেতনা বিরামপুর প্রতিনিধি নুর ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।