মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় সংসদ সদস্য পৃথক পৃথক ভাবে জাতীয় শোক দিবস পালন করেছেন।
সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য ও স্তবক অর্পন করেন। সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিরামপুর পৌর সভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ভাইস চেয়ারম্যান উম্মে কলসুম বানু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেনের প্রমূখ।
অপরদিকে মিজান মার্কেটের সামনে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান মন্ডলের আয়োজনে সভায় বক্তব্য রাখেন, মিজানুর রহমান মন্ডল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির, জেলা পরিষদ সদস্য মোজাহার মন্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রানা প্রমূখ।
সেই সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদে ইউএনও নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোস্তাক মাষ্টার, হাবিবুর রহমান, আঃ রহিম, গোলাম মোস্তফা প্রমূখ। পাইলট হাইস্কুল মাঠে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি নাড়– গোপাল কুন্ড, শিবেশ কুন্ড, যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ,ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, রহমত আলী প্রমূখ। এছাড়াও বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।