• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বাঘরায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করা হলে বিএনপি রাজপথেই থাকবেঃ বিএনপি তানভীর হুদা গ্রাম থেকে বেরিয়ে আসবে জাতীয় দলের খেলোয়াড়: আকরাম খান  মতলব দক্ষিণে পরীক্ষায় নকল সরবরাহ অভিযোগে অফিস সহায়ককে দুই বছরের কারাদন্ড বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ মতলব উত্তরে ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২ পরীক্ষার্থী বহিস্কার মতলব পৌর শ্রমিক দলের কমিটি গঠন  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ  উদযাপন মতলব উত্তরে বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা  মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

ফায়ার সার্ভিস অফিসে হামলার ঘটনায় ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

Lovelu / ১৩৮ Time View
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

ডেস্ক নিউজঃ

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস কার্যালয়ে যারা হামলা চালিয়েছিল চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ এপ্রিল) গণভবনে পদ্মা সেতু নির্মাণে সরকারি ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সরকারের অর্থ বিভাগ সেতু কর্তৃপক্ষকে এই টাকা ঋণ হিসেবে দিয়েছিল।

গতকাল সকালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্মরণকালের ভয়াবহ আগুনে ধ্বংসস্তুপে পরিণত হয় বঙ্গবাজার। আগুন ছড়িয়ে পড়ে পাশের এনক্সকো ভবনেও। শুরু থেকে ফায়ার সার্ভিসের মোট ৪৮টি ইউনিট আগুন নেভাতে প্রাণন্তকর চেষ্টা চালায়। কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করায় তা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে বেগ পোহাতে হয়।

এর মধ্যে উত্তেজিত ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বঙ্গবাজারের উল্টোপাশে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে ইটপাটকেল ছুঁড়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। হামলায় আহত ফায়ার (মিডিয়া) রবিউল ইসলাম অন্তর (২৩) ও ফায়ার ফাইটার আতিকুর রহমান (২৪) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

বুধবার গণভবনে আয়োজিত অনুষ্ঠানে বিষয়টি নিয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিস কার্যালয়ে হামলার সঙ্গে যারা জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বঙ্গবাজারের আগুনের ঘটনাকে দুঃখজনক বলে সরকারপ্রধান বলেন, যতটা সম্ভব সরকার ব্যবসায়ীদের সহায়তা দেবে।

পদ্মা সেতু নির্মাণে বাধার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রবল বাধা অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ বিশ্ববাসীকে সক্ষমতা দেখিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category