আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার ভাটারায় রান্না ঘর হতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে আব্দুল মজিদ শিকদার(৭২)ও তার স্ত্রীতাসলিমা বেগম(৪৮)অগ্নিগ্ধ হয়ে মারা যান। ৩ রা ফেব্রুয়ারি সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রুদ্রপড়া গ্রামে নিজ বাড়িতে আব্দুল মজিদশিকদারের লাশ অ্যাম্বুলেন্স যুগে আসলে এলাকার শত শত নর-নারী তাকে এক নজর দেখতে বাড়িতে ভিড় জমায়।
মরহুম আব্দুল মজিদ শিকদারের ইতালি প্রবাসী দুই ছেলে ইব্রাহিম ও সেতু ইটালি হতে রাত ৯টায় গ্রামের বাড়িতেএসে পৌছে,
পিতার লাশ দেখে তারা কান্নায়ভেঙ্গে পড়েনএ সময় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।রাত ৯:১৫ স্থানীয় রুদ্র পাড়া দারুল কুরআন মাদানীয়াও এতিমখানা মাদ্রাসায় জানাজার শেষে, মরহুম আব্দুল মজিদ শিকদারকে বাঘড়া সালাম খানের কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজা ও দাফনে এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। মরহুম আব্দুল মজিদশিকদারের স্ত্রীর লাশ।
তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে জানাজা ও দাফন সম্পন্ন হয়।