• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

চাঁদপুর -২ আসনে নৌকার মাঝি হলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম

Lovelu / ১০১ Time View
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

শহীদুল ইসলাম খোকনঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার মাঝি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত, উন্নয়নের রুপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

তিনি ১৯৯৬ সালে এবং ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর আসন থেকে নির্বিবাচিত হন। পরে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হিসেবে ১৪ জানুয়ারি ২০১৪ থেকে ৭ জানুয়ারি ২০১৯ পর্যন্ত এবং এর আগে ৪ ডিসেম্বর ১৯৯৮ থেকে ১৫ জুলাই ২০০১ সাল পর্যন্ত নৌপরিবহন প্রতিমন্ত্রী ও ৩১ ডিসেম্বর ১৯৯৭ থেকে ২৪ ডিসেম্বর ১৯৯৮ পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ১৯৬৫ সালে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য। তার আগে তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিলেন।মহান স্বাধীনতা যুদ্ধে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ সরকার তাকে বীরবিক্রম উপাধি দেন এবং চলতি বছর স্বাধীনতা পদক দেন।মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও ত্রাণমন্ত্রী থাকাকালীন সময়ে মতলব উত্তর -দক্ষিণ সংযোগ মায়া বীরবিক্রম সেতু, মতলব উত্তর উপজেলা, ৩টি পৌরসভা, (ছেংগারচর – মতলব) মায়া বীরবিক্রম সড়ক, স্কুল -কলেজ, মাদ্রাসা, ব্রীজ-কালবার্টসহ বিভিন্ন উন্নয়ন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category