কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে কলেজের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন করেন কলেজের শিক্ষকবৃন্দ। পরে কলেজ মিলানায়তনে ঐতিহাসিক দিবস উপলক্ষে ৭ই মার্চ স্বাধীনতার জীয়নকাঠি শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা,আবুল খায়ের,ফজলুর রহমান,আব্দুল কুদ্দুস,বিল্লাল হোসেন,মহিউদ্দিন,ছাত্রলীগ নেতা অন্তর হোসেন,মহসিন,ফারহান মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।