কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার পিছিয়ে পড়া দলিত ও হরিজন সম্প্রদায়ের ১৩০টি শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারী) কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে এবং বিকাশ এর সহযোগীতায় উপজেলার
নাগরাকুড়া এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, বিকাশ এর ইভিপি অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অবসরপ্রাপ্ত মেজর এ কে এম মনিরুল করিম, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, টিআই (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় চেয়ারম্যান।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, ‘জেলা পুলিশ সব সময় কুড়িগ্রামের সন্মানিত নাগরিকদের বিশেষ করে কিছুটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মাঝে শীতের উষ্ণ কম্বল বিতরন করার মাধ্যমে তাদের শীত কিছুটা নিবারনের আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সকল থানা সদরসহ থানা অধিক্ষেত্রের চর সমুহে ৫০০০ মানুষকে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ কম্বল বিতরন করা হয়েছে।’