স্টাফ রিপোর্টার:
“বন্ধনে শান্ত, সেবাই শক্তি” এই স্লোগানকে সামনে রেখে এক ঝাঁক তরুন তরুনীর উদ্যাগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গঠন করা হয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “স্বপ্নচারী বন্ধু মহল”।
১৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯ টায় অর্ধশত সদস্য নিয়ে আনুষ্ঠানিক ভাবে মতলবের একমাত্র ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমির প্রাঙ্গনে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের সাহায্যে ফ্রি ব্লাড ক্যাম্পিং “স্বপ্নচারী বন্ধু মহল”- সংগঠনটি ফিতা কেটে ও পায়রা উরিয়ে উদ্বোধন করেন লিটল স্কলার্স একাডেমির মান্যবর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম প্রধানীয়া।
ব্লাড গ্রুপ ক্যাম্পিং এ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
স্বপ্নচারী বন্ধু মহল সংগঠনের সভাপতি মো: রিহান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ফয়সাল খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বদিউল আলম বাবু, মোঃ শামীম ভূঁইয়া, মোঃ তানভীর হোসেন,সুমন চন্দ্র সাহা প্রমুখ।
লিটল স্কলার্স একাডেমির সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীদের
ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি মো: রিহান আহমেদ ও সাধারণ সম্পাদক মো: ফয়সাল খান।
সংগঠনের সভাপতি মো: রিহান আহমেদ বলেন, সামাজিক এবং শিক্ষামূলক কাজ আমরা সব সময় করে যাব ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক মো: ফয়সাল খান বলেন,সমাজে যেখানে অনিয়ম থাকবে ঐখানেই আমরা সোচ্চার থাকবো,অনিয়ম কে সাধ্যের মধ্যে প্রতিহত করবো। সমাজের পিছিয়ে পরা মানুষদের ভাগ্য উন্নয়নের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব।