মো: আমির হোসেন, সৈয়দপুর:
সৈয়দপুরের নিয়ামতপুর সরকারপাড়ার গর্বিত সন্তান ডাঃ মোঃ রেজাউল আলম (রেজা)র উদ্যোগে নিয়ামত পুর সরকার পাড়ায় জমিদার পঁচানালায় কাঠের দামাল (ছোট সেতু) নির্মাণ করা হয়েছে।
৪ আগষ্ট(শুক্রবার)বিকেল এলাকাবাসীদের উপস্থিতিতে কাঠের সেতু উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: রেজাউল আলম (রেজা)।
এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো: মোকছেদুর রহমান বাবু, মো:রেজাউল ইসলাম (রাজু),সাংবাদিক খন্দকার আহম্মেদ সোহেল, মো:মাহফুজার রহমান, মো:শামীম সরকার, মো:তসলিম, মো:আবুল প্রমূখ।
এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালের দুই পাড়ের গন্যমান্য ব্যক্তিগণ সাধারণ মানুষ ও স্কুল শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: দিলবর হোসেন দিলুৃ ও সঞ্চালনা করেন জনাব মো: আলাউদ্দিন। সেতুর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বেচ্ছাসেবক বাবুয়া।
সৈয়দপুর পৌরসভার ০৬ নং ওয়ার্ডের নিয়ামতপুর সরকার পাড়ার দুই পাড়ের অবহেলিত নিম্ন আয়ের মানুষের জন দুর্ভোগ কমাতে এলাকাবাসীর সহযোগীতায় ডা: রেজার উদ্যোগে এলাকার সুবিধাবঞ্চিত হতে দরিদ্র মানুষের চলাচলের জন্য এই দামাল (ছোট কাঠের সেতু) নির্মাণ করা হয়েছে।