• বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

সিরিজ বোমা হামলার প্রতিবাদে কচুয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

Lovelu / ৩২৩ Time View
Update : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

ওমর ফারুক সাইম, কচুয়া (চাঁদপুর)

কচুয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কর্মসূচির অংশ হিসেবে কচুয়া বিশ^রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ^রোড এলাকায় উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।

কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দীন সরকারের সভাপতিত্বে¡ ও যুগ্ম আহবায়ক শাকিল মুন্সি তাবিরের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, পৌর ছাত্রলীগ নেতা ফাহিম হোসেন, কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ নেতা ইমরুল কায়েস নয়ন, মাহি, চাঁপই শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ সজিব, বিতারা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহাগ সরকার, কাদলা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রফিকুল ইসলাম রনি, যুগ্ম আহবায়ক রাসেল প্রধান, কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুকুর আলম মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তাদের মদদে ২০০৫ সালের আজকের দিনে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় একই সময়ে সিরিজ বোমা হামলা হয়। তার প্রতিবাদ জানাচ্ছি। সম্প্রতি বুয়েটসহ বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category