মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা):
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ইটাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও পল্লী উন্নয়ন সংস্থা এর বাস্তবায়নে সাঘাটা ইউনিয়নের হাটবাড়ি চরের বন্যায় ক্ষতিগ্রস্থ অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গবাদিপশু বিতরণ করা হয়।
পল্লী উন্নয়ন সংস্থা এর পরিচালক আতিকুর রহমান জোয়াদ্দার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, ইটাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক মোছাঃ শরিফা বেগম প্রমুখ। গবাদিপশু পেয়ে অতিদরিদ্র পরিবারের সদস্যগণের মুখে হাসির সঞ্চার দেখা দিয়েছে।