আব্দুল মান্নান সিদ্দিকীঃ
১৫জানুয়ারি সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলারা রাঢ়ীখাল ইউনিয়ন বালাসুর নতুন বাজারে মনির কড়ালের একমাত্র কন্যা মনিকা আক্তার হালিমার পরিকল্পিত হত্যাকারী ঘাতক শ্বশুরমফিজ আকন ওশাশুড়িমাকসুদা বেগমের ফাঁসির দাবীতে এক মানব বন্ধন হয়।
মানববন্ধনে বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন, মনিকা কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তারা মনিকার হত্যাকারীদের ফাঁসি দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন। রাঢ়ীখাল ইউপি সদস্যসুলতান, ভাগ্যকূল ইউপি সদস্য,শিপন বেপারী,মোহাম্মদ শাহ আলম,সাবেক ইউপি সদস্য বতু,আব্দুর রহিম করাল,লাভলু বেপারী,,নুরুল আলম সহ প্রায় পাঁচ শতাধিক নরনারী।