• রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে  প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

Lovelu / ১১৪ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সিগঞ্জ জেলার  শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে  প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ১৩ মে মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে  চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের  প্রতীক বরাদ্দ করা হয় ।

চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহিদুর রহমান জিঠু(আনারস)এম মাহবুব উল্লাহ কিসমত (দোয়াত কলম) ও মসিউর রহমান মামুন (কাপ পিরিচ)

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মো: কামরুজ্জামান মৃধা (কামরুল) (তালা),মোঃ জাকির হোসেন (উড়োজাহাজ),মোঃ কামরুল হাসান (টিউবওয়েল), মোঃ ইকবাল হোসেন (চশমা),মাছুম মোল্লা(মাইক) ও মাহবুব আলম (বই)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মর্জিনা বেগম (ফুটবল),

মোসাঃ সামছুন নাহার (প্রজাপতি),ফিরুজা বেগম (কলস)

রেহেনা বেগম (হাঁস)।

আগামী ২৯শে মে এনির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category