আব্দুল মান্নান সিদ্দিকীঃ
শ্রীনগরে ৫ থেকে ১২ বছর কম বয়সী শিশুদের করোনা টিকা ফাইজার ডোজ টিকার উদ্বোধন করা হয়েছে। ১৬ নভেম্বর উপজেলার বাঘড়া ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা হতে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়।
কেন্দ্রেটিতে শিশুদের উপচে পড়া ভিড়। সাথে এসেছেন শিশুদের অভিভাবক।
টিকাদান কেন্দ্রতে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে টিকাদান কার্যক্রম চলছে।স্বাস্থ্য কর্মীরা যত্নসহকারে শিশুদের টিকা প্রদান করছেন। পর্যায়ক্রমে সকল শিশুকে এ ডোজ প্রয়োগ করা হবে বলে জানালেন স্বাস্থ্য কর্মী।
তৃতীয় শ্রেণীর ছাত্রী আরবি জানায়,টিকা দেয়ার পর সামান্য একটু ব্যথা অনুভূতি হচ্ছে।
অভিভাবক সবরিনা জানান,সুষ্ঠ সুন্দর পরিবেশে টিকা কার্যক্রম চলছে।
পল্লী চিকিৎস ডাক্তার অসীম বাবু জানান,টিকা দানের পর অনেক অভিভাবক প্যারাসিটামল গ্রুপের ওষুধ নিচ্ছেন।