মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাধীন ঢাকা দোহার মহাসড় কে তালুকদার বাড়ির পাশে অন্যের বাড়িতে বসবাস রত হতদরিদ্র আব্দুল বারেক ৬৫ বছর বয়সী এক বৃদ্ব।তার যখন শারীরিক শক্তি ছিল।তখন তিনি কাঠুরের কাজ করতেন।
গ্রামে ঘুরে ঘুরে গাছ এবং জ্বালানি কাঠ কেটে যা আয় হত তা দিয়ে তার স্ত্রী, দুই কন্যা সহ চারজনের সংসার ভালোভাবেই চলত।
বর্তমানে বৃদ্ধ হওয়ায় শরীরে শক্তি না থাকায়,মানুষের সহযোগিতায় ও পুরাতন কাপড় সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে যে আয় হয় তা দিয়ে শত কষ্টে নিজ সংসার চালিয়ে তা থেকে কিছু টাকা রেখে দেন রাস্তাঘাটে অনাহার,খাদ্যে কষ্ট পাওয়া পশু কুকুরের খাদ্যের জন্য।সে টাকা দিয়ে খাদ্য কিনে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিজ হাতে খাওয়ে থাকেন সড়কের ভাসমান কুকুরকে।
সড়কের কুকুরগুলো ও অপেক্ষা করে কখন আসবেন তিনি ।কুকুরের কাছে এসে তিনি অনাহারি কুকুরের মাঝে খাদ্য পরিবেশন করলে কুকুর গুলো আনন্দে তা খেতে থাকে এছাড়া অসুস্থ কুকুরদের সেবা-যত্ন সহ পশু চিকিৎসকের পরামর্শক্রমে অসুস্থ পশুটিকে ওষুধ খাওয়ে থাকেন।
এ দৃশ্য দেখে এলাকার জনগণও তার প্রশংসা করেন।