আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের পিছনে ধাক্কা দিলে আলী হোসেন (৫০) নামে এক পিকআপ চালক আহত হন। ২২আগষ্ট সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
সং বাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
স্থানীয়দের সূত্রে জানা যায়,ঢাকাগামী গাংচিল পরিবেহণের একটি বাসের পিছনে পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ন-১১ ৮৩৩৭) স্বজোড়ে ধাক্কা দেয়। এ সংর্ঘষে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ মাহফুজ রিবেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত আলী হোসেন কে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।