আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে প্রতিটি বাজারে শীতকালীন সবজিতে ভরে গেছে। দাম ও ক্রেতাদের নাগালে।
ফুলকপি ২০- ২৫ টাকা,পাতাকপি ২০টাকা, লাউ ৫০-৬০টাকা,টমেটো ৩০ টাকা কেজি,আলু ২২-২৫টাকা,বেগুন ৩০ টাকা,শিম ৩০ টাকা,মুলা ১০ টাকা,শশা ৩০ টাকা,খিরাই মান ভেদে ১০ থেকে ২০ টাকা,লাল শাক পালং শাক ৫ টাকা আটি,পেঁয়াজ ৩৫, সবজির দাম কমাতে ক্রেতারা বেজায় খুশি।
সবজি চাষিরা হতাশ।সবজি চাষী আব্দুল গফুর এ সংবাদদাতাকে জানান, জমিতে প্রচুর পরিমাণসবজি হওয়ায় তারা সন্তুষ্ট কিন্তু বাজারে সবজির দাম কমে যাওয়ায়।
সবজিতে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।