• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বাঘরায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করা হলে বিএনপি রাজপথেই থাকবেঃ বিএনপি তানভীর হুদা গ্রাম থেকে বেরিয়ে আসবে জাতীয় দলের খেলোয়াড়: আকরাম খান  মতলব দক্ষিণে পরীক্ষায় নকল সরবরাহ অভিযোগে অফিস সহায়ককে দুই বছরের কারাদন্ড বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ মতলব উত্তরে ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২ পরীক্ষার্থী বহিস্কার মতলব পৌর শ্রমিক দলের কমিটি গঠন  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ  উদযাপন মতলব উত্তরে বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা  মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

শ্রীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Lovelu / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সীগঞ্জের শ্রীনগরেমহান স্বাধীনতা ও জাতীয়দিবস উদযাপিত হয়েছে শ্রীনগর উপজেলা প্রশাসন ভোরে সূর্যোদয়ের সাথে সাথেউপজেলা পরিষদেঅবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালচত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবস টির শুভ সূচনাকরেন এবং বঙ্গবন্ধু ম্যুরালেপুষ্প স্তবক অর্পণ করেন , এ সময় উপজেলায় অবস্থিত সরকারি, আধা সরকারি,স্বায়ত্তশাসিত, বেসরকারি ও ইউনিয়ন পরিষদ ভবন গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯ টায় শ্রীনগর স্টেডিয়াম মাঠে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে , আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,প্যারট, কুচকাওয়াজ পরিদর্শন, ডিসপ্লে পরিদর্শন শেষে, এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুর রহমান জিঠু ,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম ,উপজেলা সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ , থানা অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর , বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, আনোয়ার হোসেন, আব্দুল লতিফ মাস্টার।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ আবু তোহা আদনান শাকিল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা মুহসিনা জাহান তোরন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বাসক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আফসারী,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোফাজ্জল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক শেখ আসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির লস্কর, অর্থ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদ মোঃ তারিকুল ইসলাম ,আইন বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন পলাশ ,কার্যকরী সদস্য আব্দুল মান্নান সিদ্দিকী সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সকাল ১১ টায়উপজেলাধীন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেওয়া হয় উপজেলা পরিষদমিলনায়তনে ,মুক্তিযোদ্ধা ভিত্তিকপ্রমান্য চলচ্চিত্র পরিদর্শন করা হয় শ্রীনগর ঝুমুর সিনেমা হল ও স্বপ্নপুরী সিনেমা হলে।

উপজেলার মসজিদগুলিতে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাতে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বীর মুক্তিযোদ্ধা শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করে। হাসপাতাল, থানা এতিমখানাও সরকারিশিশু পরিবারগুলোতে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। এছাড়াওবিভিন্নশিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দলগুলো অনুরূপ কর্মসূচি পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category