আব্দুল মান্নান সিদ্দিকীঃ
আগামী ১৩ই জানুয়ারি শুক্রবার শুরু হয়ে রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ।ইজতেমা শুরুর তিনদিন পূর্বেই ১১ জানুয়ারী ১১ টায় মোনাজাতের মাধ্যমে মন্সীগঞ্জ জেলার শ্রীনগরের বাগড়া, জাহানাবাদও ছাত্রভোগ এলাকার অর্ধশতাধিক ধর্মপ্রাণ মুসলমান তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পোশাক সামগ্রী নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে বিশ্ব ইজতেমার মাঠের উদ্দেশ্যে রওনা হয় এলাকার সর্ব প্রথম বাসটি।
উক্ত দলেরআমির মোহাম্মদ আমিন সাহেব এ প্রতিনিধিকে জানান,যাতে সুষ্ঠ সুন্দর,পরিবেশে আল্লাহর ইবাদত বন্দেগী করা যায়,সে উদ্দেশ্যে একটু আগে ঘর হতে বের হয়েছি। তিনি সকলের কাছে দোয়া চান যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নেক হায়াত নিয়ে ঘরে ফিরতে পারেন।