আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বানিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিল(BPC) এর আর্থিক সহযোগিতায় ও বাংলাদেশ এ্যাকোয়াকালচার এল্যায়েন্সের উদ্যোগে ১০ মার্চ চিংড়ি পণ্যে ভেজাল রোধে সর্তকীকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের এ্যাকোয়াকালচার এল্যায়েন্সের প্রেসিডেন্ট মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাকের সঞ্চালনে,সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৎস্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল আমিন,বিজনেস প্রমোশন কাউন্সিলের এক্সিকিউটিভ অফিসার পলাশ কুমার ঘোষ।
আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীরা,শিক্ষক ও সাংবাদিক বৃন্দ।
এসময় বক্তারা মৎস্য সম্পর্কের ও এর ভবিষ্যৎ বিষয়ে বিশেষ করে মৎস্য ও চিংড়ি পণ্যে ভেজাল রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ আলোকপাত করেন।