আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২৩ মে বিকেল সাড়ে তিনটায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ বালক ২০২২ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ মুন্সীগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য মাহী বি চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার ভূমি ব্যারিস্টার সজীব আহমেদ , উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আশিকুর রহমান প্রমুখ।
ষোলঘর এসকেএস উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ফাইনাল খেলায় কোলাপাড়া একাদশ তন্তুরএকাদশের বিরুদ্ধে খেলেতন্তর একাদশ ১গোলে বিজয়ী হয়।