আব্দুল মান্নানসিদ্দিকী:
তীব্র শীতে মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীর পাড়ে ১৮জানুয়ারি দুপুরেজেলেদের জাল ট্রলারের পাখায় আটকে গেলে, ট্রলারের মালিক মোঃ বিল্লাল তালুকদার তীব্র শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানিতে নেমে ট্রলারের পাখায় আটকে যাওয়া জালটি পাখা হতে অপসারণ করে উপরে উঠেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
ট্রলারে অবস্থানরত তার সহকর্মীরা সাথে সাথেই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে বলেন, হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা গেছেন, তিনি আরো মন্তব্য করেন সম্ভবত তীব্র শীত ও ঠান্ডাপানিতেঝাঁপ দিয়ে নামার ফলে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং হৃদযন্ত বন্ধ হয়ে তিনি মারা গেছেন ।
তার মৃত্যুর সংবাদ টি নিজ এলাকায় পৌঁছার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।তাকে এক নজর দেখার জন্য শত শত নর নারী তার বাড়িতে ভিড় জমান ।
বিল্লাল তালুকদারের পিতার নাম মোঃ তালেব তালুকদার তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘরাগ্রামে
১৯জানুয়ারি সকাল ৯ঃ০০ টায় বাঘরা খান বাড়ি জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।উক্ত জানাজা নামাজে শত শত ধর্মপ্রাণমুসলমান অংশগ্রহণ করেন জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়