আব্দুল মান্নান সিদ্দিকীঃ
শ্রীনগরে মুন্সিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ইট সলিং রাস্তার উদ্বোধন। ১৩ মেবিকেল পাঁচটায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীনগর ফুলকুচি প্রধান সড়ক হতে ফুলকুচি মাহবুব শাহরবাড়ি পর্যন্ত ইট সলিং রাস্তার শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেনমুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত,৫নং ওয়ার্ডইউপি সদস্য মাহবুবশাহ, মাখন মন্ডল,সাজেদুল আলম ওপেন,রফিকুল ইসলাম শওকত,ইমন, রুবেল,নূরনবী অন্ত প্রমুখ।