আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ছাগল পালন করে স্বাবলম্বী মোহাম্মদ নাসির। সে শ্রীনগর উপজেলা সদর ইউনিয়ন দেউল ভোগ এলাকার বাসিন্দা। ছাগল পালন করে তিনি হয়েছেন স্বাবলম্বী।
১৯৯৫ অল্প বয়সে কিছু টাকা জমিয়ে লৌহজং গোয়ালিমান্দ্রা হাট হতে মাত্র ৪ হাজার টাকা দিয়ে চারটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিনে খামার শুরু করেন। অক্লান্ত পরিশ্রম ও পরিচর্চার ফলে বছর ঘুরতে না ঘুরতেই লাভের মুখ দেখতে শুরু করেন। পরবর্তীতে তাকে আর পিছনের দিকে তাকাতে হয়নি। বড় পরিসরে খামার করার উদ্যোগ নেন। এরপর হরিয়ানা, তোতাপারি, যমুনা পারিজাতের বিদেশি ছাগল পালন শুরু করেন। বর্তমানে তিনি সফল খামারি।
মোহাম্মদ নাসির জানান, প্রত্যেক বেকার যুবকদের উচিত চাকরির দিকে না তাকিয়ে এ ধরনের উদ্যোগ নিলে নিজের বেকারত্ব দূর হবে কর্মসংস্থান বাড়বে দেশ হবে উন্নত।