আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২২ এপ্রিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বিকেল ৪ টাথেকে শুরু হয়েছে বৃষ্টি, কখনো মুষলধারে কখনো গুড়িগুড়ি এ যেন গ্রীষ্মের আষাঢ়ের বৃষ্টি।
এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঈদ মৌসুমী দোকানদার। বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে ক্রেতাদের হঠাৎ বৃষ্টি রাস্তায় কোথাও দাঁড়াবার জায়গা নেই তাই বাধ্য হয়েই বৃষ্টিতে ভিজতে হচ্ছে। বৃষ্টির কারণে অনেক ক্রেতা ঘর হতে বের হচ্ছেন না ফলে মৌসুমী দোকানদার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুটপাতের দোকান। যারা সারা বছরে এই ঈদে তাদের বিক্রির জমজমাট হবে বলে আশা করেন। কিন্তু বৃষ্টির কারণে তারা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও খেটে খাওয়া মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রিক্সা, অটোরিকশা চালকদের যাত্রী শূন্যতার কারণে ভাড়ায় চালিত রিক্সা , অটোরিকশা চালকদের তাদের মালিকের টাকা উঠছে না বলে দুঃখ প্রকাশ করছেন।
২ ০এপ্রিল ভোরে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখি ঝড় এতে ধানের জমি,গাছপালা, মাটির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ।অপরদিকে বৈরী আবহাওয়া কারণে সন্ধ্যায় বয়োবৃদ্ধেরা শীতের পোশাক পড়ে রাস্তায় বের হতে দেখা গেছে। এ বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে শিশু ও বৃদ্ধরা। বৈরী আবহাওয়ার কারণে ঠান্ডা জনিত রোগীদের রোগ বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে।