আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে খামারিদের প্রণোদনা উপহার দেয়া হয়েছে।মুন্সিগঞ্জের উপজেলা পরিষদের সভাকক্ষে ১২ মে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অত্র উপজেলার খামারিদের নিয়ে রাষায়নিক ব্যবহার ব্যাতিত সঠিক পদ্ধতিতে গবাদিপশু হৃষ্টপুষ্ট করণ এবং স্টেরয়েড / হরমোন এর কুফল নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিন উদ্দিন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: কামরুল হাসান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা: আরিফুর রহমান এবং লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা: অপু রায়হান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: কামরুল হাসান খামারীদের কাচাঘাস, সুষ্ম দানাদার খাবার এবং সঠিক ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বারোপ করে গবাদিপশু লালন পালন করার পরামর্শ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মহিন উদ্দিন সরকারের পক্ষ থেকে খামারিদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, গো- খাদ্যের মূল্য বৃদ্ধির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নিকট উত্থাপন করভেন এবং প্রাকৃতিক পদ্ধতি ব্যাতীত কেউ অবৈধ পন্থা অবলম্বন না করে, সে বিষয়ে সর্তক করেন।
পরবর্তীতে প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নের ২ জন করে মোট ২৮ জন খামারীকে সাইলেজ প্রযুক্তির উপকরণ হস্তান্তর এবং ২৮ জনকে ঘাষ চাষের জন্য ৫০০০/ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়।