আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২৮ মে সকাল ১০ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মুশুরি পাড়ায় উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে ও পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুনের উপস্থাপনায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সদস্য মুন্সীগঞ্জ- ১ মাহী বি চৌধুরী। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মজিদপুর দয়াহাটা কেসি ইনস্টিটিউশনের পরিচালনা পর্ষদের সভাপতি আসফাহ হক লোপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম ও আবুল কালাম আজাদ ডালুুু প্রমূখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।