আব্দুল মান্নান সিদ্দিকীঃ
১১ নভেম্বর দুপুরে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের বিস্ফোরণ জাতীয় দ্রব্যবিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।
শ্রীনগর উপজেলা বাগড়া ৪নং ওয়ার্ডের সাবেকইউপি সদস্য আলেপ মেম্বারের বাড়ির পাশের মাঠে দিনমজুর বাবুলের ছেলে আব্দুল্লাহ (৮)মোঃরুবেলের মেয়ে মাহিয়া (৮) নামাক দুইশিশু খেলাধুলা করছিল। ঘটনাস্থলে তারা লাল কষ্টেপে পেঁচানো একটি বল জাতীয় বস্তু দেখতে পেয়ে তারা এটাকে বল মনে করে খেলতে থাকে।হঠাৎ তা বিস্ফোরণে তাদের হাত-পা মুখ জলসে যায়।গুরুতর আহত অবস্থায় দু শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্য চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।
শ্রীনগর থানার এসআই সামিউল ইসলাম দুর্ঘটনা স্থলে এসে বিস্ফোরক জাতীয় দ্রব্যটি উদ্ধার করে থানায় নিয়ে যান ।