আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সিগঞ্জ জেলায় শ্রীনগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে কখনো কুয়াশাচ্ছন্ন কখনো রোদ আবার কখনো অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হচ্ছে, ভোরে শীত, দুপুরে গরম আবার রাতে শীতও কুয়াশায় টিনের চলে কুয়াশার জলের টিপ টিপ শব্দ শোনা যায়। গাছের পাতা গুলোশিশিরে ভরে যায় ,এ বৈরী আবহাওয়ার ফলে শিশু-কিশোর বয়স্করা ঠান্ডা জনিত রোগে ভুগছেন, শিশুরা জ্বর, কাশি, আমাশয়ও ডায়রিয়া, বয়স্করা শ্বাসকষ্টসহ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছেন।
এ বৈরী আবহাওয়া সম্পর্কে বোরহান উদ্দিন নবধারা নিউজ ২৪ ডটকমকে জানান, শীতের আগমনের পূর্বে আবহাওয়াএমনই হয়। কৃষক পলাশ জানান,এ ধরনের কুয়াশায় রবি ফসলের ক্ষতি হয়। সবজিতে পোকার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
ডাক্তার হারুনুর রশিদ নবধারা নিউজ ২৪ ডটকমকে জানন,যখন কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে সে সময় প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়াশিশিরের ফোটা মাথায় না পরা উত্তম।