আব্দুল মান্নান সিদ্দিকী:
৩ জুলাই সকাল ১১ টা হতে বারোটা মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা বাগড়া বাজার মূল সড়ক অর্থাৎ বাগড়া বাজার হতে বাঘরা স্বরূপ চন্দ্রপাইলট উচ্চ বিদ্যালয় রাস্তাটি বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
এ বাজারে শত শত মানুষ আসেন তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয় করতে। জলাবদ্ধতার কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চলছে বর্ষাকালপ্রায় প্রতিদিনই মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে বাগড়া বাজার রাস্তাটি ছাড়াও বাগড়া মানিক ডাক্তার বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত নিম্ন অঞ্চলের বাড়িঘর গুলো জলাশয়ের সৃষ্টি হচ্ছে দেখলে মনে হয় বাড়ি ঘর গুলোতে বন্যার পানিতে জনসাধারণ বসবাস করছেন ।
ভুক্তভোগীরা জানন,এসব বাড়ির পাশে পূর্বে খাল ছিল,খালের পাশে অবস্থিত জায়গার মানিকগণ নিজেদের ইচ্ছেমতো খালগুলো ভরাট করে বাড়ি ঘর নির্মাণ করার ফলে,একটুখানি বৃষ্টি হলেইএসব এলাকার বাড়ি ঘরগুলো পানিতে তলিয়ে জলাশয় সৃষ্টি হচ্ছে।ভুক্তভোগীগণ এ সমস্যার সমাধানে স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতা চাইলে
মেম্বার মোঃ নুরুজ্জামান জানান, এ ব্যাপারে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপারটি তারা দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।